খাগড়াছড়িতে নদীতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে জেলা সদরে চেঙ্গী নদী সংলগ্ন গঞ্জপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতেরা হলেন স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন (২৬) ও মো. শামীম (৭)।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ জানান, নদীর পাড়ে খেলার সময় পানিতে পরে যায় শামীম। তাকে বাঁচাতে গিয়ে আলমগীর নদীতে ঝাঁপ দেন। সাঁতার না জানায় তিনিও ডুবে যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।