খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাসিন্দা হোসনে আরা বেগম(৫৫)। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হয়তো স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেননি স্বামী মোঃ জব্বার মিয়া(৭০)। তাই খুব অল্প সময়ের ব্যবধানে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। সবশেষ শুক্রবার কবরে পাশাপাশি ঠাঁই হলো দুজনের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন হোসনে আরা বেগম। গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালের দিকে তাঁর আত্মীয় স্বজন দাফন প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকাল ১০টার দিকে জব্বার মিয়া নিজেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা বলছেন মুলত স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে তিনি মারা যান।
বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আল আমিন বলেন, এটি সত্যিই দুঃখজনক ঘটনা। সকাল ১১টার দিকে হোসনে আরা বেগমকে ও বাদ জুমা মোঃ জব্বার মিয়াকে বেলছড়ি কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
মরহুম মো. জব্বার মিয়া ও হোসনে আরা বেগম দম্পতির একমাত্র কণ্যা লিপি আক্তারের স্বামী মো. দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই আমার শাশুড়ি ক্যান্সার আক্রান্ত। স্ত্রী ক্যান্সারে আক্রান্ত এ কথা শুনে আমার শ^শুরও অসুস্থ হয়ে পরে। এরই মধ্যে গত সপ্তাহে তিনি স্ট্রোক করেন। এজন্য চিকিৎসাও করানো হয়। আবারো ডাক্তারের কাছে নিয়ে যাবার কথা ছিল। কিন্তু তিনি আমাদেরকে তার চিকিৎসা করানোর সুযোগ দিলেন না।
বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বলেন, বেঁচে থাকাকালীন তাদের দুজনের মধ্যকার প্রেম-ভালোবাসার গভীর সম্পর্ক ছিল। মৃত্যুও তাদেরকে আলাদা করতে পারেনি।