এক বছর পরও আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ না দেয়া ও দ্রুত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করেছে দুরছড়ি ভাড়াটিয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কল্যাণ সমিতি। অগ্নিকান্ডের এক বছর পূর্তিতে শুক্রবার সকালে বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
ভাড়াটিয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অমর কুমার দে’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি রতন দে, সাধারণ সম্পাদক বিল্টু চাকমা, মো. ফেরদৌস, মো. জাভেদ, মো. গাফফার, হোমিওপ্যাথি চিকিৎসব ডা. মঙ্গল প্রদীপ চাকমা, বিধুর চাকমা, মো. বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এসময় বলেন, গত বছরের এদিনে দুরছড়ি ব্যবসায়ীরা আগুনে তাদের সর্বস্ব হারিয়েছে। ছোট এই বাজারে ২৮৫টি দোকান ভস্মীভূত হয়েছে। কিন্তু ঘটনার এক বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত সরকারের প্রতিশ্রুত ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা। অনেক ব্যবসায়ী তাদের সম্পূর্ণ পূঁজি হারিয়ে পথে বসেছে। কেউ কেউ দোকান আবার শুরু করলে ধার-দেনায় ভরে গেছে। এমন অবস্থায় সরকার যদি এসব অসহায় মানুষের পাশে না দাঁড়ায় তবে ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়ানো কষ্টকর হয়ে পড়বে। বক্তারা ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।