বিলাইছড়ি প্রতিনিধি ॥
‘সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থা’র উদ্যোগে বুধবার উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবস উদযাপন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা.অভিক কুমার বড়ুয়া, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রউফ খান। এছাড়া জনপ্রতিনিধিসহ ক্রীড়া সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদর্শন বড়ুয়া (ঝন্টু)।
বক্তারা বলেন, কিশোর ও যুবদের খেলাধূলায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যেন তারা সামাজিক ব্যাধি মাদকে আসক্ত হওয়ার সুযোগ না পায়। এ বিষয়ে সমাজসেবক বা সমাজের প্রতিনিধি ও অভিভাবকদের সচেতন হতে হবে। যাতে দেশকে একটি মাদকমুক্ত ক্রীড়াসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি আমাদের এমন প্রতিশ্রুতিশীল হতে হবে।