
পবিত্র ঈদ উল আজহায় কোরবানি পশুর বর্জ্য অপসারণে রাঙামাটি পৌরসভার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে কোরবানির পশু জবাইয়ের জন্য ৪৫টি স্থান নির্ধারণ করেছে।
রাঙামাটি পৌর কর্তৃপক্ষের ঘোষিত ওয়ার্ড ভিত্তিক কোরবানির পশু জবাইয়ের এসব নির্ধারিত স্থানের মধ্যে ১, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে ৭ টি করে, ৮ নম্বর ওয়ার্ডে ৬ টি, ৯ নম্বর ওয়ার্ডে ৫টি, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ৪ টি এবং ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৩ টি করে স্থান নির্ধারন করা হয়েছে।
রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা জানান, পরিবেশ দুষণরোধে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছিলো। এর ধারাবাহিকতায় গত বছর ধরে রাঙামাটি পৌর সভার উদ্যোগে কোরবানির পশু জবাইয়ের জন্য প্রতিটি ওয়ার্ডে স্থান নির্ধারণ করা হয়। এবারেও সেইভাবে স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়াও জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরগণ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, এবারেও নির্ধারিত স্থান ঘিরে বর্জ্য অপসারণ ব্যবস্থায় রাঙামাটি পৌরসভার ৪টি গাড়ি নিয়োজিত থাকবে। বস্তা ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হবে।