পার্বত্য পুরাণব্রেকিংলিড

কোভিড-১৯

কেড়ে নিলো সব অনুভূতি, থেমে গেলো আবেগ
হৃদয়ের ঝুল বারান্দায় ছড়ালো আতঙ্ক ও উদ্বেগ
উহানে নামে দুঃসহ সকাল, অসহায় বিশ্ব মানবতা
কাতরায় ভোর ইতালিতে আজ, কাঁদে যত সভ্যতা।

জারি হলো এক বৈশ্বিক ফরমান দ্রুততার সাথে
নিষিদ্ধ হলো বিনয়-বিধান, ঝরে গেলো পশ্চাতে।
নগরে এসেছে সেই অচেনা অদেখা এক আগন্তুক
হাতে তার ঘাতক অন্ধকার, নিষ্টুরতায় ঠাসা বুক।

কেউ চিনে না তাকে, কোথা তার আসল নিবাস?
ওর কাছে হৃদয় থাকে না, জলধি নেই একরাশ।
বিষবাস্প নিয়ে ঢুকে যায় সোজা অন্দরমহল
সাথে যমদূত; নীরবে জ্বেলে যায় চিতার অনল।

শিয়রের পাশে দাঁড়িয়ে ঘামেন ব্যর্থ ফিজিসিয়ান
অথর্ব সময়, ল্যাবে বসে ঝিমোয় মুশকিল আসান।
পুরো বিশ্ব আজ হত-বিহŸল, কিংকর্তব্যবিমুঢ়
চোখে সর্ষেফুল দেখে নাগরিক, বাস্তবতা কত রূঢ়!

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =

Back to top button