রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাট বনানী বনবিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের পবিত্র দানোত্তম কঠিন চীবর দান ১৫নভেম্বর সকাল ১০ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
বাঘাইছড়ি উপজেলার আওতাধীন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলসন চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে:কর্ণেল গোলাম আজম (এসবিপি, পিএসসি)।
প্রধান অতিথি’র বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম আজম এসবিপি, পিএসসি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আপনাদের সকলের নিরাপত্তার জন্য কাজ করছে।সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হবে। পাহাড়ে কোন প্রকার ভয় ভীতি যাহাতে কাজ না করে। সকল সম্প্রদায় যেন সম্মাানের সহিত সুন্দর ভাবে যেন ধর্ম পালন করতে পারে। কোন সন্ত্রাসী যেন আমাদের সম্পর্ক নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার গুরুতারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, বাঘাইছড়ি উপজেলা পপরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু সকলকে ধর্মীয় দেশনা প্রদান করেন।
বাগাইহাট জোনের জোন কমান্ডার ও অনুষ্টানের প্রধান অতিথি লেঃ কর্ণেল গোলাম আজম(এসবিপি ‘ পিএসসি) অনুষ্ঠান স্থলে পৌছালে সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জোন কমান্ডারকে স্বাগত জানান ও ফুল দিয়ে বরণ করে নেয়।
এসময় প্রধান অতিথি ধর্মীয়গুরুর হাতে ফলের ঝুড়ি উপহার হিসেবে তুলে দেন।