‘পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি সরকারের নজরে রয়েছে। শান্তি শৃঙ্খলা এবং স্বার্বভৌমত্ব রক্ষায় দেশের সীমানায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা বরদাশত করা হবেনা। রাষ্ট্রবিরোধী কার্যক্রম সরকার মেনে নিবেনা। দেশের সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সরকার নানামুখী প্রদক্ষেপ নিয়েছে।’
বুধবার দুপুরে বান্দরবানের স্টেডিয়াম এলাকায় গনপূর্ত বিভাগের অর্থায়নে চার কোটি চাব্বিশ লাখ টাকা ব্যয়ে নবনিমির্ত পুলিশের অফিসার্স মেস ভবনের উদ্বোধনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বান্দরবান পুলিশ সুপার জেরীন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী’সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে তারআগে সকালের সাড়ে বারোটায় হেলিকপ্টারযোগে পুলিশের আইজিপি স্বপরিবারে বান্দরবান সেনা রিজিয়নে এসে পৌছান। সেখান থেকে গাড়ীতে করে উদ্ধোধনী অনুষ্ঠানে যোগদেন। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে পুলিশ মহাপরিদর্শক চিম্বুক এলাকায় বেসরকারী পর্যটন স্পট সাইরু রিসোর্টে যাবেন। সেখানে রাত্রী যাপন শেষে বৃহস্পতিবার বান্দরবান ত্যাগ করবেন বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ বাহিনীতে বিগত ১০ বছরে অনেক পরিবর্তন এসেছে। দেশের মানুষের জনকল্যানে এবং নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষে পুলিশ কাজ করছে। দেশবাসীর শান্তি শৃঙ্খলার স্বার্থে সরকারের নেয়া প্রদক্ষেপ গুলো বাস্তবায়নে ভূমিকা রাখছে পুলিশ।