প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ৫% কোটা বহাল রাখার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার ব্যানারে জেলা শহরের শাপলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর জাতিগোষ্ঠীর সাথে সমানতালে এগিয়ে নিতে হলে ‘আদিবাসী’ কোটার প্রয়োজন। এসময় বক্তারা অবিলম্বে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে পূর্বের ৫% কোটা বহালের ঘোষণা না দিলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেয়।
কর্মসূচিতে সংগঠনটির খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি মা প্রু মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ক্য প্রু মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক নিং নিং মারমা, কলেজ শাখার তথ্য ও প্রচার সম্পাদক চেংশিমং মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম সদর শাখার সাধারণ সম্পাদক খলেন জ্যোতি ত্রিপুরা প্রমুখ। এর আগে সরকারি কলেজের গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করে শাপলা চত্ত্বরে জড়ো হয় তারা।