কর্মকর্তাদের কাজে বাধা ও অশ্লীল আচরণের অভিযোগে কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী কাগজ কল (কেপিএম) এর নির্বাচিত সিবিএ’র সভাপতিসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার তাদের বহিষ্কার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেপিএমের নিউ পাম্প স্টেশনের র-ওয়াটার পাম্পের পল্টুনে মেরামতকালীন সময়ে সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও যুগ্ম সম্পাদক আনিছুর রহমানের সাথে কর্মকর্তাদের বিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় সিবিএ সভাপতি ও যুগ্ম সম্পাদককে সাময়িক বরখাস্তসহ এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ ব্যাপারে কেপিএম এর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র, কর্মকর্তাদের কাজে বাধা ও কর্মকর্তাদের সাথে অশ্লীল আচরণের কারনে সিবিএ সভাপতি ও যুগ্ম সম্পাদককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে অভিযোগে আমাদের সাময়িক বরখাস্তসহ শোকজ করা হয়েছে তা সঠিক নয়। এ বিষয়ে আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।