রাঙামাটিতে কেন্দ্রীয় কৃষকলীগের নেতাকর্মীদের সাথে জেলা কৃষকলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লো। এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ সম্পাদক হাজী মুছা মাতব্বর।
বাংলাদেশ কৃষকলীগ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লো মতবিনিময় সভায় বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার, তাই কৃষকদের স্বার্থসহ দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে শেখ হাসিনার সরকারকেই ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের জনপ্রিয়তা দেখে যারা ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নির্বাচনে ব্যালেটের মাধ্যমে ষড়যন্ত্রকারীদেরকে জবাব দেয়া হবে।