দেশের ক্লান্তি কালে কৃষক যখন হতাশায় ঠিক তখনি কৃষকের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে দেশের ঐতিহ্যবাহি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ও এই কাজের ধারাকে অব্যাহত রাখতে সারাদেশের মতো মাঠে নেমেছে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকার ছাত্রলীগ কর্মীরা। ছাত্রলীগ কর্মীদের সাথে কথা বলে জানা যায়, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা মো ইউনুছ আরফিন (বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক) এর নেতৃত্বে সোমবার কৃষক আবু বকরের ২ কানি জমিনের ধান কেটে দেয় তারা। একাজে অংশ নেয় – মো শফিক উদ্দীন( ত্রাণ ও দূর্যোক বিষয়ক সম্পাদ), মো মামুন অর রশীদ (বাঘাইছড়ি পৌর ছাত্রলীগের সদস্য), কাচালং কলেজ ছাত্রলীগ কর্মী মো সালাউদ্দিন হৃদয়,মো মামুন অর রশীদ, মো সুৃমন,মো মাসুম রানা,মো সাকিল আহম্মেদ, মো রবিউল হোসেন, মো রাজু,মো মাসুদ,মো জাহেদসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।
ছাত্রলীগ নেতা ইউনুছ আরফিন বলেন, আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারাদেশের মতো আমরাও দেশের সবচে বড় উপজেলা বাঘাইছড়িতে এই কাজটি করছি। আমরা আজ যে কাজটি করেছি, এটি থেমে থাকবে না। শ্রমিকের অভাবে বা অর্থের কারণে দরিদ্র কোন কৃষক যদি নিজের পাকা ধান কাটতে না পারে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করব।’