করোনা ভাইরাসের ফলে সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলায় শ্রমিক সংকটে থাকা এক কৃষকের ধান কাটতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর উপজেলা কমিটির নেতাকর্মীরা।
শবিবার সকালে উপজেলার উগলছড়ি গ্রামে কৃষক আহম্মদ আলী দেড় কানি জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেয় দলের নেতাকর্মীরা।
বাঘাইছড়ি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন রাজুর নেতৃত্বে আরো বাঘাইছড়ি পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক জিন্নাত তালুকদার, ০৯নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো. জালাল, আরো উপস্থিত ছিলেন আব্দুল হালিম, মোঃ মানিক, আব্দুল আজিজ, জয়নাল (জনু), মোঃ ওসমান, নুর হোসেন, মোঃ বাদশা, মোঃ জাবেদ, নুর মোহাম্মদ, মোঃ তৌহিদুল ইসলাম, ইসমাইল হোসেন (রানা)সহ আরো ৮ থেকে ১০ জন।
কৃষক আহম্মদ আলী জানান, আমার প্রায় ২ কানি জমিতে ধান পেকে গেছে, করোনার কারণে শ্রমিকরা কেউ ঘর থেকে বের হতে চাচ্ছেনা, যার ফলে আমার জমির ধান কাটা নিয়ে চিন্তায় পড়ে যায়। আমার একার পক্ষে এতো ধান কাটা সম্ভব না। তখন উপজেলা ছাত্রদলের নেতা নূর উদ্দিন ভাইকে বিষয়টি জানালে সে তার নেতাকর্মীদের নিয়ে আমার ধানগুলো কেটে বাড়িতেও পৌঁছে দেয়। যা আমার ৪ জন শ্রমিকের ৩ দিনের কাজ ছিল। তারা একদিনে সবাই মিলে করে দিয়েছে। আমি তাদের কাছে ঋনী হয়ে গেলাম।
বাঘাইছড়ি পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক জিন্নাত তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি ছাত্রনেতা ফারুক আহমেদ সাব্বির ভাইয়ের নির্দেশেই আমরা হত দরিদ্র কৃষক আহম্মদ আলীর পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তিনি আরো বলেন, এমন হত দরিদ্র কারো ধান কাটার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে, আমরা বিনা পারিশ্রমিকে তাদের ধান কেটে দিব।