খাগড়াছড়ির দীঘিনালায় এক কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার বড়মেরুং এলাকায়। শুক্রবার রাতে শহর আলি (৩৫) আটক করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শহর আলি রাঙামাটির লংগদু উপজেলার গাথাছড়া এলাকার মৃত সিরাজের ছেলে। শহর আলির স্ত্রী রয়েছে এবং তিন সন্তানের জনক। সে দীঘিনালার বড়মেরুং এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় স’মিলে মিস্ত্রির কাজ করে। ঘটনার শিকার কিশোরীর মা বাদি হয়ে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগে জানা যায়, ঘটনার সময় ওই কিশোরীর মা পাহাড়ের নিচে নলকুপ থেকে পানি আনতে গিয়েছিলেন। কিশোরী তখন একা পাক ঘরে বসে রান্নার করছিল। এসময় অভিযুক্ত শহর আলি পাক ঘরে ঢুকে কিশোরীকে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। কিশোরীর চিৎকার শুনে তার মা এসে মেয়েকে উদ্ধার করেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. শাহাব উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আসামি গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।