কারেন্ট জাল পোড়ালেন কাপ্তাই ইউএনও

জব্দকৃত দু’হাজার মিটার কারেন্ট জাল ও এক হাজার মিটার সুতার জাল পোড়ালেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
রোববার (২৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে কাপ্তাই লেক থেকে জব্ধ করা এসব কারেন্টজাল পোড়ানো হয়। অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় কাপ্তাই নৌ-পুলিশ কর্তৃক কারেন্ট জাল গুলো আটক করা হয়। এসময় কাপ্তাই নৌ-পুলিশের উপ- পরিদর্শক আব্দুল গাফফার, কাপ্তাই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
উলেখ্য, গত ২৩ জুন কাপ্তাই লেকে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় কাপ্তাই নৌ-পুলিশের উপ পরিদর্শক আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্স সহ ২ হাজার মিটার কারেন্ট জাল, ১ হাজার মিটার সুতার জাল এবং ২ টি ডিঙ্গি নৌকা আটক করেন।
এবিষয়ে কাপ্তাই থানায় মৎস্য আইনের ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন সংশোধন/১৩, ৫(১),৫(২) ঘ-ধারায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়।