কাপ্তাই হ্রদে স্পিডবোট চালানোর প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধের ডাক দিয়েছে রাঙামাটি জোনের অভ্যন্তরীণ নৌ চলাচল(যাত্রী সংস্থা) সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় এক সংগঠনের এক বিজ্ঞপ্তিতে তারা এই অবরোধের ডাক দেয়।
সংগঠনের চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিম বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনকে বার বার তাগাদা দেওয়ার পরও ‘অবৈধভাবে’ স্পিডবোট চলাচলকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় এবং শ্রমিকদের সাথে প্রতিনিয়ত সংঘর্ষ হওয়ার কারণে তারা অবরোধের ডাক দিতে বাধ্য হয়েছেন। একই সাথে নৌ পরিবহনের এই অবরোধকে সড়ক পরিবহন সংগঠনগুলোও সমর্থন দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল মুঠোফোনে জানান, বিষয়টা আমরা জেনেছি। এটা খুব গৌণ বিষয়। সামনেই বৈসাবি অনুষ্ঠানকে সামনে রেখে এমন একটি কর্মসূচি আমরা আশা করি না। তারপরও আমরা বিষয়টি দ্রুত সুরাহা চেষ্টা করবো।
উল্লেখ্য, এই নৌ পরিবহন সংস্থাটি গত বছর পবিত্র ঈদের পূর্বে ২৭ রমজানের দিন একই অভিযোগে নৌ ও সড়ক অবরোধ পালন করে।