নিজস্ব প্রতিবেদক ॥
কাপ্তাই হ্রদের ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলতে রাঙামাটিতে যাত্রা শুরু করেছে ‘রাঙ্গাতরী’ নামে একটি হাউসবোট। বিশ^বিদ্যালয় ও কলেজ পড়–য়া তিন শিক্ষার্থী মিজানুর রহমান, এস. এম. গোলাম সারোয়ার অপু ও সাইয়্যেদ মোহাম্মদ সাখাওয়াত ১৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদে ভ্রমণের জন্য দৃষ্টিনন্দন এই বোট নির্মাণ করেন। বুধবার সকালে উন্নয়ন বোর্ড ঘাটে এই হাউসবোটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুয়েল শিকদার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল চৌধুরী, রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোখতার আহম্মেদ, দৈনিক রাঙামাটি’র সম্পাদক আনোয়ার আল হক।
উদ্যোক্তারা জানান, ইন্টানেটে কাশ্মীরের হাউজ বোট সেবা দেখে কাপ্তাই হ্রদে পর্যটকদের জন্য এই পরিষেবা চালু করা হয়েছে। আগত পর্যটকদের উন্নত সেবা দিয়ে হ্রদ পাহাড়ের আরও কাছে নিয়ে গিয়ে রাঙামাটির প্রকৃতির রূপ উপভোগের সুযোগ তৈরির পাশাপাশি নিজেতের বেকারত্ব ঘুচিয়ে অন্যদের কর্মসংস্থান তৈরি করার উদ্দেশে রাঙ্গাতরী নির্মাণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, হ্রদকে ভালোবেসে এবং পর্যটকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় তরুণরা এভাবে এগিয়ে আসা পর্যটন বিকাশের জন্য ইতিবাচক দিক। এভাবে স্থানীয়রা পর্যটন বিকাশে এগিয়ে আসলে রাঙামাটির অর্থনৈতিক ক্ষেত্রেও আরো সমৃদ্ধ হবে।