রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ শুরু হয়েছে। রোববার সকাল দশটায় জেলা বিএফডিসি প্রাঙ্গণে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধকালীন সময়ে জেলেদের জন্য নির্ধারিত ভিজিএফ কার্ডের খাদ্যশস্য বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকতা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট, রাঙামাটি উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকতা আজহার আলীসহ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, আমরা প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধকালীন সময়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করে থাকি। বিগত কয়েক বছর ধরে আমরা নিজেদের হ্যাচারিতে উৎপাদিত পোনা অবমুক্ত করে আসছি। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ২৫-৩০ট ন পোনা অবমুক্ত করবো। উদ্বোধনী দিনে ২ টন পোনা অবমুক্ত করা হয়েছে। ক্রমান্বয়ে লক্ষ্যমাত্রা পর্যন্ত পোনা অবমুক্ত করা হবে।
প্রসঙ্গত, হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে জেলে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হলেও বিগত দুই বছর তা দেয়া যায়নি। তবে এবছর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় ইতোমধ্যেই মে ও জুন মাসের জন্য ৮৯০ মেট্টিন টণ খাদ্যশস্য সহায়তা দিয়েছে। তাই পোনা অবমুক্তকরণের অনুষ্ঠানের সঙ্গে জেলেদের খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ।