কাপ্তাই প্রতিনিধি
একসঙ্গে ১০ জন নতুন চিকিৎসক পেল কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ। তারা সকলেই ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উর্ত্তীণ হয়ে সোমবার কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে যোগদান করেছেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওমর ফারুক রনি যোগদানকৃত চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনাবিষয়ক ফোকাল পারসন ও আরএমও ডা. রনি জানান, ‘করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপ, টিকা প্রদানসহ প্রাত্যহিক রোগীর চিকিৎসা সেবা দিতে এতদিন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ছিলো না। আশা করছি, তাদের যোগদানের মধ্য দিয়ে এই সংকট দূর হবে।’