‘আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসুন’ এ প্রত্যয় নিয়ে সোমবার ‘কাপ্তাই ব্লাড ব্যাংক’ সাংগঠনিক ভাবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি উপজেলায় বিচ্ছিন্নভাবে কাজ করে গেলেও দীর্ঘ প্রায় আড়াই বছর পর এটি সাংগঠনিক রূপ পেল। আগামীতে বিনামূল্যে রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার অঙ্গীকারাবদ্ধ হয়েই স্থানীয় তরুণরা গঠন করে ‘কাপ্তাই ব্লাড ব্যাংক’।
এ উপলক্ষে এদিন বিকেলে উপজেলা ৩য় শ্রেণি কর্মচারী ক্লাবে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী, দৈনিক সমকাল ও দৈনিক পূর্বদেশ এর কাপ্তাই প্রতিনিধি নজরুল ইসলাম লাভলু এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবদুল হাই খোকনকে উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট ব্লাড ব্যাংক পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফাউন্ডার অ্যাডমিন বাবলু বিশ্বাস অমিত, অ্যাডমিন-কমিউনিকেশন এন্ড মিডিয়া আবদুল আউয়াল রিপন, অ্যাডমিন মোহাম্মদ ইব্রাহিম, অ্যাডমিন সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা জটিল। সদস্যরা হলেন- ইসমাইল হোসেন চাংকু, মোঃ আলামিন, মাসুদ আলম, সুমন, হৃদয়, সাইফুল, ইমরান, আরমান, শামীম, তপু, অনিক, শ্রাবণ, জিহাদুল ইসলাম প্রমুখ।