কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই ৪১ বিজিবির উদ্যোগে স্থানীয় হতদরিদ্র ১৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে ওয়াগ্গা বিজিবি সদর দপ্তরের প্রশিক্ষণ ছাউনীতে এই সহায়তা তুলে দেয়া হয়। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ উপস্থিত থেকে এই সহায়তা তুলে দেন।
বিজিবি সূত্রে জানা যায়, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প হতে বিজিবি জোনের অধীন ১৪ জন দরিদ্র পরিবারের মাঝে সর্বমোট ২৩ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।