নতুন ঠিকানা পেল কাপ্তাই প্রেসক্লাব। উপজেলা সদরে পুরাতন বিআরডিবি ভবনে মঙ্গলবার বিকেলে কাপ্তাই প্রেসক্লাবের নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সদস্য সান্তনা চাকমা এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।
এসময় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মাসুদ আহমেদ চৌধুরী, চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী প্রমুখসহ প্রেসক্লাবের সদস্যগণ।