কাপ্তাই প্রতিনিধি ॥
জেলা নৌ স্কাউটস কাপ্তাইয়ের ১৭৬তম পারদর্শিতা ব্যাজ কোর্সের সমাপনী উপলক্ষে মহা তাঁবুজলসা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চত্বরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের অধিনায়ক ও নৌ স্কাউটসের জেলা কমিশনার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী। এইসময় কাপ্তাই জেলা নৌ স্কাউসের জেলা সচিব ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের অধ্যক্ষ লেফটেন্যান্ট কমান্ডার এম রকিবুল হাসান সরকার, নৌ আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার প্রোগ্রাম ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম (লিডার ট্রেনার)সহ বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এতে ৪০ প্রশিক্ষণার্থী, সাত প্রশিক্ষক ও ছয়জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। কোর্সে নাগরিকত্ব, মডেল তৈরি, কম্পিউটার নেটওয়ার্কিং, স্কোয়াড্রিল ও মুরগী পালনের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্সের কোর্স লিডারের দায়িত্ব পালন করেন এম মনজুরুল ইসলাম উডব্যাজার।