কাপ্তাই নৌ বাহিনী স্কুলে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের ওপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিদ্যালয়ে প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ড ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি লাভ করায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই নৌ বাহিনী স্কুলের অধ্যক্ষ ই: কমান্ডার এম রুহুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব কারণের সঞ্চালনায় কুইজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।