
জাতিসংঘ শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতি সংস্হা( ইউনেস্কো) কতৃর্ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসাবে স্হান পাওয়ায় সোমবার কাপ্তাই উপজেলা ছাত্রলীগ এবং কর্ণফুলি ডিগ্রি কলেজের ছাত্র লীগের যৌথ উদ্যোগে এক আনন্দ র্যালি বের হয়। কর্ণফুলি কলেজ হতে শুরু হয়ে র্যালিটি উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী। কলেজ ছাত্রলীগ সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন, সহ সভাপতি অমিত বিশ্বাস বাবলু, আল আমিন এবং সাংগঠনিক সম্পাদক ক্যজহ্লা মার্মা। সমাবেশে বক্তাগণ বলেন পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর ভাষণ থাকবে, বাংগালীর প্রতিটি অস্তিত্বে বঙ্গবন্ধুরর নাম মুছে পেলা যাবেনা। সমাবেশ থেকে ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব দলিলে স্হান পাওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ প্রদান করা হয়।