সাংগঠনিক ‘বিশৃঙ্খলা’ ও ‘সংগঠন বিরোধী’ কর্মকান্ডের কারণে দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাপ্তাই উপজেলা শাখার সকল রাজনৈতিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে রাঙামাটি জেলা বিএনপি। শুক্রবার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. নাসের খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এর মৌখিক নির্দেশ ও রাঙ্গামাটি জেলা বিএনপি গৃহিত ভাবে এ সিদ্ধান্ত নেয়।