কাপ্তাই প্রতিনিধি ॥
আদালতের একটি বন মামলায় দন্ডিত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে সাময়িক বহিষ্কৃত কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দীনকে আবারও স্বপদে বহালের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার স্থানীয় সরকার বিভাগের উপ সচিব সামছুল হক সাক্ষরিত এক দপ্তর আদেশে তাঁকে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর পদে পুনর্বহালের নির্দেশ প্রদান করা হয়।
প্রসঙ্গতঃ পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের একটি বন মামলার প্রেক্ষিতে রাঙামাটির আদালতে তাঁর সাজা হয়। সেই প্রেক্ষিতে ২০২০ সালের ২৫ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হতে সাময়িক বহিষ্কার করেন এবং একই বছরের ২৫ নভেম্বর তাঁকে ঐ পদ হতে অপসারণ করা হয়। উক্ত দুইটি আদেশের বিরুদ্ধে তিনি মহামান্য হাইকোর্টে রিট পিটেশন দাখিল করলে গত বছরের ৮ নভেম্বর উক্ত আদেশ দুইটি বেইআইনি ও অকার্যকর ঘোষণা করে তাঁকে ভাইস চেয়ারম্যান এর পদে বহালের নির্দেশ প্রদান করেন।