কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে অগ্রগতি, অর্জন, সাফল্য, জনসস্পৃক্ততা বৃদ্ধিসহ সরকারের নানা সাফল্য বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুনের সভাপতিত্বে এইসময় প্রধান অতিথির বক্তব্য দেন ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন, ইউপি সদস্য সেলিনা পারভিন। সমাবেশে কাপ্তাই ইউনিয়নের মহিলা জনপ্রতিনিধি, পাড়াকর্মীরা উপস্থিত থেকে তাদের অভিমত ব্যক্ত করেন।