কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গসহযোগী সংগঠনের অায়োজনে আজ বুধবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ‘ইউনেস্কোর মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ চিত্র প্রদর্শনের কিছু ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
কাপ্তাই উপজেলা অা’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অা’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, সাবেক ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা, কাপ্তাই উপজেলা কৃষকলীগের সভাপতি সামসুদ্দীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার সহ দলের সর্বস্বরের নেতাকর্মীরা। এদিকে অালোচনা সভার পর কাপ্তাই উপজেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ৭ই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয় বলেন জানান কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ হারুন।