কাপ্তাইয়ে চাঞ্চল্যকর খলিল হত্যা মামলার দুই আসামি আটক করেছে থানা পুলিশ। আটকরা ১৬৪ ধারায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্ধী দিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে।
গত ২৭ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সময় ব্যবহারিত সিএনজি চালিত অটোরিক্সা চালক মোঃ জসিম (৩৫) পিতাঃ শাহ আলম, সাং- বারঘোনা ফকিরাঘোনা, শাকিল হোসেন শিপন (২১) পিতাঃ মোঃ জাকির হোসন সাং- বারঘোনাকে আটক করে।
তদন্তের স্বার্থে আসামি আটকের বিষয়টি গোপন রাখা হয় বলে কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর জানান। তিনি আরও বলেন, ২৮ মে আটকরা রাঙামাটি জেলা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রেশমবাগান এলকায় মোঃ ইব্রাহিম খলিল (২৭)এর গলা কেটে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আর ৪/৫ জনের বিরুদ্ধে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ২১ এপ্রিল ২০১৮। যার মামলা নং -২।