রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী জয়ন্ত তঞ্চঙ্গ্যা(২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। শনিবার সকাল দশটায় কাপ্তাইয়ে এই দুর্ঘটনা ঘটে। সে রাঙামাটি সদর উপজেলার মিতিঙ্গাছড়ি বইল্যা গ্রামের অর্জুন তঞ্চঙ্গ্যার ছেলে। নিহত জয়ন্ত তঞ্চঙ্গ্যা কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই বাসস্যান্ড এলাকায় প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় এক পথচারীকে সাইড দিতে গিয়ে জয়ন্ত তঞ্চঙ্গ্যার মোটর সাইকেলটি (চট্টমেট্রো ল-১২-১৩৮০) সড়কে পড়ে যায়। এসময় মারাত্মকভাবে আহত জয়ন্ত তঞ্চঙ্গ্যা। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২ দিকে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল আলম মোটর সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি বর্তমানে কাপ্তাই থানা হেফাজতে রয়েছে বলে তিনি জানান।