কাপ্তাইয়ে স্কুলে স্কুলে বই বিতরণ

কাপ্তাই প্রতিনিধি ॥
দেশের অন্যান্য স্থানের মতো শনিবার কাপ্তাইয়ে স্কুলে স্কুলে বই বিতরণ করা হয়েছে। সকালে চন্দ্রঘোনা কে আর সি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। এই সময় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান সহ স্কুলের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য অমল কান্তি দে’র সভাপতিত্বে এইসময় কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিচ, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, করোনাকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকায় এইবছর বই উৎসব এর পরিবর্তে স্কুলে স্কুলে বই পাঠানো হয়েছে বলে শিক্ষা বিভাগ সুত্রে জানা যায়।