কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ, গণিত ও কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ে কাপ্তাই উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে স্কুল মিলনায়তনে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদপত্র তুলে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদের সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বপালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক নিপু চন্দ্র দাশ, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর ইকবাল হায়দার এবং কর্ণফুলী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মিজারুল ইসলাম।