কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে করোনা সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান আরোও জোরদার করা হয়েছে। বুধবার কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সাপ্তাহিক বড়ইছড়ি বাজার সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এইসময় বাংলাদেশ দন্ডবিধি আইনের ২৬৯ ধারায় মাস্কবিহীন চলাচলের অপরাধে ১৩ জন পথচারীরেকে মামলা দায়ের করেন এবং ৬ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই থানার ইনচার্জ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।