দীর্ঘ প্রায় ১৪ বছর পর কাপ্তাই প্রেসক্লাবের কার্যক্রম চাঙ্গা করার লক্ষ্যে উপজেলায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল সোমবার। উপজেলা তথ্য অফিসে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
এতে প্রেস ক্লাবের কার্যক্রমে গতিশীলতা আনয়নসহ পুনরায় কমিটি গঠন নিয়ে বক্তব্যে রাখেন সাংবাদিক ঝুলন দত্ত, মোঃ কবির হোসেন, মোঃ আলমগীর কবির, মাহফুজ আলম, নুর হোসেন মামুন, শ্রাবণ দাশ সানি, মোঃ ইলিয়াছ ও নজরুল ইসলাম লাভলু প্রমুখ।
সাংবাদিক মাহফুজ আলম বলেন, যারা প্রেস ক্লাবের সদস্য হবেন তাদের স্ব স্ব পত্রিকার আইডি কার্ড থাকতে হবে। সাংবাদিক ইলিয়াছ, ঝুলন দত্ত, নুর হোসেন, শ্রাবণ দাশ সকলেই ঐক্যমতে পৌঁছে শক্তিশালী একটি কমিটি উপহার দেয়ার পক্ষে মতামত দেন। সাংবাদিক নজরুল ইসলাম লাভলু একটি গঠনতন্ত্র তৈরি করে পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে কমিটি করার পক্ষে মত ব্যক্ত করেন। এভাবে আরো একাধিক বৈঠক করে কমিটি গঠনের ব্যাপারে সিদ্বান্ত নেয়ার কথা বলেন সাংবাদিক কাজী মোশাররফ হোসেন পরে চা-চক্রের মাধ্যমে বৈঠক শেষ করা হয়।