কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই হ্রদ হতে আনুমানিক ৩৫ বছর বয়সী ‘মানসিক ভারসাম্যহীন’ অজ্ঞাত এক ব্যক্তির মৃত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলার কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদে ভাসতে থাকা এই ব্যক্তিকে উদ্ধার করেন কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহীনুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট নামক এলাকায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিই। পরে দীর্ঘ আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে মৃত উদ্ধার করা হয়।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান আনসারী জানান, কাপ্তাই পুলিশ ফাঁড়ির মাধ্যমে আমরা খবরটি জানতে পারি। পরে আমাদের ডুবুরি দল নিয়ে সকাল ১০টা উদ্ধার কাজে নেমে পড়ি এবং দুপুর সাড়ে ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ পরিদর্শক শাহীদুর আরও জানান, যেহেতু মৃতদেহ বেওয়ারিশ; তাই এলাকার মসজিদ, মন্দিরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। যদি নিশ্চিত হওয়া না যায় তবে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।