রাঙামাটি
কাপ্তাইয়ে মদ তৈরির উপকরণসহ আটক ১

কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে মদ তৈরির উপকরণসহ কালা মং মারমা(৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহিনুর ইসলাম যৌথ অভিযান চালিয়ে শনিবার দুপুরে সাপ্তাহিক হাটের দিন আপস্ট্রীম জেটিঘাট থেকে মদ তৈরির ১৫ কেজি উপকরণ (মূলী)সহ কালা মং মারমাকে আটক করা হয়। সে চন্দ্রঘোনা, রাইখালী লেমুছড়ি এলাকার হ্লাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানা গেছে।
রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, আটক ব্যক্তিকে মাদক তৈরির উপকরণসহ কাপ্তাই থানায় সোপর্দ করা হয়েছে।