কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর ও উপজেলা সদর ও সদরস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন দন্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারায় ১টি মামলায় ৬শ’ টাকা, ধুমপান ও তামাকজাত দ্রব্য আইনের ২০০৫ এর ৪ ধারায় ১টি মামলায় ৩শ’ টাকা, বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৪ ও ৭২ ধারায় ৩টি মামলায় ১ হাজার ৩শ’ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫৩ ধারায় ১টি মামলায় ৩ হাজার টাকাসহ ৭টি মামলায় মোট ৫ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।