কাপ্তাই প্রতিনিধি ॥
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সাপ্তাহিক হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। বুধবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় একটি মামলায় এক হাজার টাকা, ধুমপান আইনের ৪ ধারায় একটি মামলায় ৫০ টাকা ও বাংলাদেশ দন্ডবিধি আইনের ২৬৯ ধারায় দুইটি মামলায় ২শ’ টাকাসহ মোট চারটি মামলায় সর্বমোট ১২শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া কাপ্তাই উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বড়ইছড়ি বাজারে আগত ক্রেতা বিক্রেতাসহ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।