নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির কাপ্তাইয়ে বেতন স্কেল, টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দফা দাবিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কর্মবিরতির পালন করছে স্বাস্থ্য সহকারীরা। বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পাহাড়ের বিভিন্ন কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী সমবেত হয়ে এ কর্মসূচি পালন করেন।
টেকনিক্যাল পদমর্যাদাসহ স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয়। একই সাথে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়া ঘোষণা দেন স্বাস্থ্যসহকারীরা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক পূর্ণ বিকাশ চাকমা, কাপ্তাই হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমলেন্দু চাকমা, কাপ্তাই হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনজিত চাকমাসহ আরও অনেকে।
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক পূর্ণ বিকাশ চাকমা বলেন, করোনা সময় ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করেছি আর বেতন গ্রেডসহ নানা ক্ষেত্রে আমরা বঞ্চিত। তাই সরকারে কাছে আমাদের দাবিগুলো মেনে নেয়ার জোর দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাছে ফিরবো না।
কর্মবিরতির ফলে পাহাড়ের ৩৭টি আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের বন্ধ রয়েছে টিকাদান কর্মসূচি।