কাপ্তাই প্রতিনিধি ॥
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং জয়িতা নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে শত শত নারীর প্রাণবন্ত উপস্থিতিতে একটি র্যালি কাপ্তাই সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হন। র্যালিতে নারীদের কন্ঠে ধ্বনিত হয় ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’।
পরে আলোচনা সভা ও জয়িতা নারী সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শুদ্ধশ্রী রায় বর্ণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার সালেহ আহমেদ সেলিমের সঞ্চালনায় অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক আমিনুর প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
পরে জয়িতা নারী হিসাবে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বিএম সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রওশন শরীফ তানি, অর্থনৈতিকভাবে সফলতার জন্য আয়েশা বেগম এবং সফল জননী নারী হিসাবে অংক্রানু মারমাকে জয়িতা সম্মাননা নারীর সম্মাননা প্রদান করা হয়।