কাপ্তাই প্রতিনিধি ॥
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী এবং শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে কাপ্তাই উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ এই পুরস্কার বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে ও বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজেশ ভট্টাচার্যের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিব উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল হুদা, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হক, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলিমা আক্তার, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আনিকা তাহসিন শিমু এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থী পৃথ্বীরাজ সাহা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।