রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী-রাজস্থলী সড়কের কারিঘর পাড়ার হাতিমারা নামক স্থানে যাত্রীবাহি বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। এসময় বাসটি উল্টে যায় এবং অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। রবিবার সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রী নুর মোহাম্মদ জানান, রাজস্থলী হতে ছেড়ে আসা রাঙামাটি অভিমুখী যাত্রীবাহী বাসের(চট্টমেট্রো জ ০৪-০১০২) সাথে বিপরীত দিক হতে আসা অটোরিক্সার(চট্টগ্রাম থ-১৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি প্রধান সড়কের মাঝ বরাবর উল্টে যায়। এতে বাসের প্রায় সব যাত্রী আহত হয়। তবে সিএনজি চালক মোঃ সোলেমান(৩৫) গুরুতর আহত হয়। তাকে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, আহতরা প্রাথমিকভাবে চন্দ্রঘোনা হাসপাতালে চিকিৎসা নিয়েছে।