কাপ্তাই প্রতিনিধি ॥
তিন দিনের ব্যবধানে ফের কাপ্তাইয়ে অবৈধভাবে পাচার করার সময় ৪ শত ৪০ দশমিক ৬২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে কাপ্তাই বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা ওয়াগ্গা টি লিমিটেডের পাশে উজানছড়ি এলাকায় এই অভিযান পরিচালিত করেন। এইসময় পাচারের উদ্দেশে ঐ এলাকায় এই সেগুন কাঠ মজুদ করা হয়েছিল বলে জানান এই বন কর্মকর্তা।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান বলেন, উদ্ধার করা কাঠ রেঞ্জ অফিসে রাখা হয়েছে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
প্রসঙ্গত, গত সোমবার কাপ্তাইয়ের কর্ণফুলী নদী পথে পাচারকালে ৫ লাখ টাকার সেগুন গোল কাঠ উদ্ধার করেছিলেন কাপ্তাই বন বিভাগ।