রাঙামাটি জেলা ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে কাপ্তাই উপজেলা প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের মতবিনিময় ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন মানিক।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সা: সম্পাদক ও প্রাক্তন ছাত্রলীগ পুনর্মিলনীর আহবায়ক অংসুই ছাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ সাবেক জাতীয় পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাবেক ছাত্রলীগ নেতা দয়ারাম তঞ্চঙ্গ্যা, বদরুল আলম জিপু, সুজন তঞ্চঙ্গ্যা ধনা, মো: মিজানুর রহমান জীবন, সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, এরশাদুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা হৃদয় তঞ্চঙ্গ্যা ও আক্তার আলম।
অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগের অতীত ঐতিহ্য তুলে ধরে আগামী নির্বাচনে এ অঞ্চলের নেতা দীপংকর তালুকদারের পক্ষে কাজ করার আহবান জানান সাবেক ছাত্রনেতাদের। তারা বলেন, ছাত্রলীগের অনেক সাবেক নেতাকর্মী আজ হাইব্রিড নেতাদের ভিড়ে হারিয়ে যাচ্ছে। অনেক কষ্টে থাকা সত্ত্বে ছাত্রলীগের ওই সাবেক নেতাকর্মীরা অন্যকোন দলে যোগ দেয়নি। নীতির প্রশ্নে তারা সর্বদা অবিচল থেকেছে। নানাবিধ সমস্যায় থাকা এসব ছাত্রনেতাদের তালিকা করে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সভা থেকে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম লাভলু, জাকির হোসেন, রুবেল, এনামুল হক, বাহাদুর, ছাইদুল হক, সালাউদ্দিন, আবু বক্কর সিদ্দিকী সোহেলসহ শতাধিক প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।