কাপ্তাইয়ে প্রশিক্ষন কর্মশালা

এসএনএসপি প্রকল্পের উপজেলা পর্যায়ের সুবিধাভোগিদের সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং প্রকল্পের ৫ টি কর্মসূচি, ইজিপিপি,কাবিখা/কাবিটা,টিআর,ভিজিএফ ও জিআর বিষয়ক কার্যক্রমসমুহ সফলভাবে পরিচালনা করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে কাপ্তাইয়ে।
বুধবার কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ত্রান অধিদপ্তরের সহোযোগিতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, পিআইসি সদস্য,ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের মাষ্টার ট্রেইনার জসিম উদ্দিন অংশগ্রহনকারীদের উদ্যেশ্যে বক্তব্য উপস্থাপন করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম সহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা।