কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশের অভিযানে চন্দ্রঘোনা ইউনিয়নের কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রেশমবাগান এলাকা থেকে ১শ’ লিটার চোলাই মদসহ একটি সিএনজি চালিত অটোরিক্সা আটক করা হয়েছে। আটকের নাম মোহাম্মদ হাসান (২২)। সে রাউজান উপজেলাধীন পূর্ব টিলাপাড়া এলাকার মোহাম্মদ নয়নের ছেলে। গত বৃহস্পতিবার বিকালে আটকের ঘটনাটি ঘটে। এসময় সিএনজি রেখে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কাপ্তাই থানা সূত্রে জানা গেছে, থানার এসআই ওমরা খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সার ইঞ্জিন কাভারের ভিতরে বিশেষভাবে রক্ষিত ১শ’ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সিএনজি জব্দ করা হয়। সূত্র আরো জানায়, পলাতক আসামীর নাম মোহাম্মদ হাসান (২২)। পলাতক হাসানের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে হয়েছে বলে ওসি মো. জসিম উদ্দিন জানিয়েছেন।