কাপ্তাই প্রতিনিধি ॥
স্বাস্থ্যবিধি না মেনে কাপ্তাই লেকে ভ্রমণ করায় এইবার কাপ্তাইয়ে পাঁচজন পর্যটক ও তিনজন বোট চালককে ১৫শ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৫টা হতে সাড়ে ৬টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাপ্তাই জেটিঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী সংক্রমণ রোগ নির্মূল ও প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী এই অর্থদন্ড প্রদান করেন। এইসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি যারা অমান্য করছেন, তাদেরকে জরিমানার মাধ্যমে সতর্ক করা হচ্ছে।