কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গ্রেপ্তার আসামিকে রাঙামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই জাহেদুল আলম, এসআই আশরাফ, এসআই ওমরা খান, এএসআই মামুনুর রসিদ ও সঙ্গীয় ফোর্সসহ রবিবার দিবাগত রাত প্রায় আড়াইটার সময় দেবতাছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি তুষার তঞ্চঙ্গ্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তুষার পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আটক আসামীকে রবিবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।