কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে নতুন ভোটারদের ছবিসহ ভোটারতালিকা হালনাগাদের অংশ হিসেবে বায়োমেট্রিক, ছবি তোলা ও তথ্য যাচাই-বাছাই কার্যক্রম গত মঙ্গলবার থেকে কাপ্তাই ইউনিয়নের কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে।
এদিকে বুধবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা কার্যক্রম পরিদর্শনে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রকৌশলী আব্দুল লতিফসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, পর্যায়ক্রমে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে এই কার্যক্রম চলবে।